Saturday, July 12, 2008

নিয়তি ও স্বপ্নেরা

স্বপ্ন দেখি আমি অমুক হব
নাকি স্বপ্ন দেখাই আমার নিয়তি ?

স্বপ্ন দেখি আমি স্বাধীনভাবে বাঁচবো
স্বপ্ন দেখি শংকাহীনভাবে ভালবাসবো
স্বপ্ন দেখি ডানামেলা পাখি হব।

অদৃষ্টে কি লেখা শুধুই বেঁচে থাকা
নাকি স্বপ্ন দেখাই আমার অদৃষ্ট ?

আজ তাই ভয় হয় স্বপ্ন দেখতে
কারণ,
স্বপ্ন দেখাই যে আমার নিয়তি।

6 comments:

Anonymous said...

নিয়তির কাছে যখন আত্মসমর্পণ করেছেন, তখন আর স্বপ্ন না দেখে কি করবেন। আপনার তো নিজের কিছু করার নেই। তাই না। সব কিছুই তো আপনার জন্য পূর্ব নির্ধারিত।

মৃন্ময় আহমেদ said...

life...

মৃন্ময় আহমেদ said...

http://mreenmoy.blogspot.com/2008/07/blog-post_5558.html

toxoid_toxaemia said...

পড়লাম কবিতাটি, দারুন লিখেছেন।
অসংখ্য ধন্যবাদ লিঙ্কটা দেবার জন্য।

বরফ পানি said...

তোর এই কবিতাটা আমার খুব ভালো লাগছে...

toxoid_toxaemia said...

খাইসে দোস্ত ! কস কি ! এমন ফালতু একটা কবিতা তর ভালা লাইগা গেল!!