স্বপ্ন দেখি আমি অমুক হব
নাকি স্বপ্ন দেখাই আমার নিয়তি ?
স্বপ্ন দেখি আমি স্বাধীনভাবে বাঁচবো
স্বপ্ন দেখি শংকাহীনভাবে ভালবাসবো
স্বপ্ন দেখি ডানামেলা পাখি হব।
অদৃষ্টে কি লেখা শুধুই বেঁচে থাকা
নাকি স্বপ্ন দেখাই আমার অদৃষ্ট ?
আজ তাই ভয় হয় স্বপ্ন দেখতে
কারণ,
স্বপ্ন দেখাই যে আমার নিয়তি।
6 comments:
নিয়তির কাছে যখন আত্মসমর্পণ করেছেন, তখন আর স্বপ্ন না দেখে কি করবেন। আপনার তো নিজের কিছু করার নেই। তাই না। সব কিছুই তো আপনার জন্য পূর্ব নির্ধারিত।
life...
http://mreenmoy.blogspot.com/2008/07/blog-post_5558.html
পড়লাম কবিতাটি, দারুন লিখেছেন।
অসংখ্য ধন্যবাদ লিঙ্কটা দেবার জন্য।
তোর এই কবিতাটা আমার খুব ভালো লাগছে...
খাইসে দোস্ত ! কস কি ! এমন ফালতু একটা কবিতা তর ভালা লাইগা গেল!!
Post a Comment