Thursday, July 10, 2008

কথার পাহাড় ও আমি

কথার পাহাড় যেন জমাট বাঁধছে ভেতরে,
আমি অসহায় !
কতশত কথা বলার ছিল,
আমি অসহায় !

আটকে আছে আমার এই নিথর দেহ
শত কথার পাহাড়ের নিচে
সত্যিই নিথর ?
নাকি আছে কিছু প্রাণের অবশেষ ?
আছে, আছে !!
নইলে কে বইবে কিছু অসহনীয় যন্ত্রণা ?
বলা হলোনা সেসব কিছুই
পারবোনা বলতে
কিছু যন্ত্রণাই তো, এর বেশিনা।
থাকুক।

4 comments:

বৃষ্টি বিলাসিনি said...

hmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

ki he eto jontrona amar bondhur? jante pari ki? bondhu holem keno...jodi bondhur koshto tai bete nite na pari? batte pare ki amar bondhu bondhur koshto ta? tate je halka hobe ta jane ki amar bondho?

Anonymous said...

apologies for rudely addressing u. have retracted my comment.

Samran said...

তুমি কবিতা লেখ বুঝি? আমি ব্লগস্পটে খুব কম আসি। আজকে ঘুরতে ঘুরতে এলাম তোমার ব্লগে..

toxoid_toxaemia said...

ওরে বাবা !!! আমার চক্ষু তো ছানাবড়া হয়ে গেল শ্যাজাদি। সবাই দেখ শ্যাজাদি এসেছেন আমার ব্লগে। তোমার লেখা তো সবখানেই পড়ি আপুনি। কি যে আনন্দ লাগছে তোমাকে এখানে দেখে!!!