Monday, July 21, 2008

নামহীন হাবিজাবি- ৩

বাইরে বিকাল। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই বাইরে নিকষ কালো আঁধারে ঢেকে যাবে। সময়ের ডানায় ভর করে আরেকটা দিন চলে যাচ্ছে। বয়েসের হিসেবের সাথে যোগ করে গেল আরেকটা দিন। রেখে যাচ্ছে কিছু স্মৃতি অথবা বাড়ছে কিছু দীর্ঘশ্বাস। সন্ধ্যা ঘনিয়ে আসবে দুপুর রাত তারপর রাত হবে গভীর। তারপর ? তারপর আরেকটা নতুন দিন, নতুন সূর্যোদয়। আবার সেই গতানুগতিক জীবনধারা। বৈচিত্র্যহীন, গতানুগতিক জীবনের মাহাত্ম্য বর্ণনা করার জন্যেই হয়তো আমাদের এই বেঁচে থাকা। বেঁচে থাকি আমরা, নিরলস কর্মীর মতন লিখে যাচ্ছি প্রতিনিয়ত আমাদের নিজেরই দিনলিপি। বর্ণনায় সাবলীলতা হয়তো নেই কিন্তু অনুভূতির কিছুমাত্র কম দেখিনা। মাতৃস্নেহে লালন করে যাচ্ছি আমাদের ফেলে আসা স্মৃতিগুলো। আনন্দময় স্মৃতিগুলো যেমন সঙ্গী তেমনি সঙ্গী ফেলে আসা দীর্ঘশ্বাসগুলো। বেঁচে থাকি আমরা, স্বপ্ন দেখছি নিয়মিত। পুরোনো স্বপ্নগুলো খানখান হয়ে ভেঙ্গে যায় আমাদেরই চোখের সামনে। স্বপ্নভঙ্গের সেই বেদনাকে তোয়াক্কা না করে আবারো স্বপ্নদেখার অভিলাষ জাগে মনে, স্বপ্ন দেখার সেই বিলাসিতা করতেই হয় আমাদের তাই আবারো স্বপ্ন দেখি আমরা। এর মাঝে কত ঝড়-ঝাপ্টা আসে, পাহাড় সমান প্রতিকূলতাগুলো শুষে নিতে চায় আমাদের। পঙ্গপালের মতন ঘিরে ধরে সবদিক থেকে। নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয় তখন, বাতাসে অক্সিজেনের যেন হঠাতই ঘাটতি হয়। তবুও প্রতিকূলতার পাহাড়কে জয় করি আমরা, অনেক সময় হয়তো তা সম্ভব হয়না কিন্তু হার মানার যে উপায় নেই। প্রকাণ্ড এই মহাযুদ্ধে আমাদের লড়ে যেতেই হয় শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত। ছন্দহীন, বৈচিত্র্যহীন এই জীবনকে আমরা লালন করে যাই পরম যত্নে।

10 comments:

নিঝুম said...

দিনযাপনে এখনই ক্লান্তি চলে এলো ? এবার কিছু বৈচিত্র্য দরকার ;-)

ত্রিভুজ said...

কি যেন একটা বই পড়েছিলাম, যুদ্ধ শেষে সৈনিকেরা দেশে ফিরে আর করার মত কিছু খুঁজে পাচ্ছিলো না। তারপর তাদের জীবনটা যেন কেমন হয়ে গেল...

যুদ্ধটাই সম্ভবত জীবন। যুদ্ধ শেষ হয়ে গেলে জীবনটা যেন কেমন হয়ে যায়...

toxoid_toxaemia said...

হুম, ভালই বলেছেন ভাইয়া।
যুদ্ধ করার প্রেরণাটা থাকা চাই তবে।

বৃষ্টি বিলাসিনি said...

"jibon mane jontrona, noi phooler bichara, ei kotha sohoje keu mante chahena, bujte chahena
manusher bhire manush chai shudu thai,
eikhane shekhane bachar proyojone korche lorai..."

Lorai ei moidan nissash jotodin cholbe totodin cholte thakbe...

bhalo laglo tor likha pore...kichuta koshto, shukh, anondo, bedonar jhor boye gelo...tau kichukhoner jonno...

abaro shuru korte hoche lorai...jiboner....

toxoid_toxaemia said...

পড়েছিস জেনে খুশি হলাম।

Anonymous said...

Remembering Kareem Salama again-
"And I believe, tonight is the night that I decide,
That I get busy living and that I get ready to die-
So that when the fateful day does come and I'm six feet in the ground
The poor and the weak and the orphan and meek will miss having me around...

When I pass I don’t want to leave a life of regret
So I give rise to change today by trying not to forget
That pleasures do pass and sunrises end and stars do fade away
But it’s love and it’s virtue and honor and truth that remain for all days

I want that final breath to be the sweetest of all
And it will be with certainty if I answer the call
To help all those in need and decipher the meaning of life
Cause the seekers of truth they fear not death any more than they fear life"

............

I just couldn't help quoting the whole song- that seemed to me so relevant to the post.. I hope you don't mind :)
So get busy living.. and you will find the

Anonymous said...

oops.. sorry, the song is not the whole song..

and i didn't finish the comment..

I meant- SO get busy living.. and you wouldn't even be able to notice the transition between the days and the nights..

toxoid_toxaemia said...

thanks a lot for ur comment! :)

Anonymous said...

নচিকেতার প্রথম অ্যালবামের প্রথম গানটা আবার মনে করিয়ে দিলে-
অন্তবিহীন পথে চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন...

ভাইয়া টক্স, নতুন লেখা কই???

toxoid_toxaemia said...

নতুন একটা কবিতা দিলাম আপুনি,
পড়ে দেখলে খুশি হতাম।