Tuesday, September 21, 2010

পাঁচ বছরের মধ্যেই আসছে কোয়ান্টাম কম্পিউটার


ব্রিটিশ বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছেন যে তারা নতুন এক ধরনের সিলিকন চিপ উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেটা তড়িতের পরিবর্তে আলোর সাহায্যে কাজ করে। আর এই ধরণের সিলিকন চিপ অত্যন্ত ধ্রুতগতির ক্ষমতাসম্পন্ন কোয়ান্টাম কম্পিউটারকে বাস্তবে নিয়ে আসবে আগামী পাঁচ বছরের মধ্যেই।

ব্রিস্টলে অবস্থিত সেন্টার ফর কোয়ান্টাম ফোটোনিক্স এ ধরণের কম্পিউটারের উপযোগী সফটওয়্যার তৈরি করছে। কোয়ান্টাম কম্পিউটিং-এর সুবাদে অত্যন্ত জটিল সমস্যা যেগুলো মানুষের কল্পনাতীত সেগুলো নিমেষেই সমাধান করে ফেলা যাবে।

এ ধরনের চিপ আলোর পরিবহন করবে অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র সার্কিটের মধ্যে দিয়ে। প্রফেসর ও’ব্রায়ান, যিনি ও তার দল এই কোয়ান্টাম কম্পিউটিং চিপ উদ্ভাবনের কাজ করে যাচ্ছেন; আরো জানান যে কোয়ান্টাম কম্পিউটার বিজ্ঞানীদের মতানুসারে আগামী পঁচিশ বছরের মধ্যে যেখানে আসার সম্ভাবনা ছিলনা সেখানে আমরা আশা করছি যে আগামী পাঁচ বছরের মধ্যে বাস্তবে রূপ দিতে পারবো।

----------------------------

প্রথম প্রকাশঃ আরটিএনএন- বিজ্ঞান ও প্রযুক্তি/২০১০

No comments: