রৌদ্রজ্জ্বল দিন
পাখির কলতান
মৃদু বাতাস
একাকী আমি
বসে ভাবছি
তোমার কথা
মন ভাল নেই ...
ভেতরে শুধুই
আলো-আঁধারের লুকোচুরি
ঝড়টি এসে এলোমেলো
করে দিয়ে গেল
এতো কাছে তবু
অদ্ভূত এই দেয়াল ...
নিথর দেহ
মনের আঙ্গিনায়
সন্ধ্যে নেমে আসছে
মন ভাল নেই
মন ভাল নেই।
----------------------
কবিতাটি তানিয়াকে উৎসর্গ করা হল।
পাখির কলতান
মৃদু বাতাস
একাকী আমি
বসে ভাবছি
তোমার কথা
মন ভাল নেই ...
ভেতরে শুধুই
আলো-আঁধারের লুকোচুরি
ঝড়টি এসে এলোমেলো
করে দিয়ে গেল
এতো কাছে তবু
অদ্ভূত এই দেয়াল ...
নিথর দেহ
মনের আঙ্গিনায়
সন্ধ্যে নেমে আসছে
মন ভাল নেই
মন ভাল নেই।
----------------------
কবিতাটি তানিয়াকে উৎসর্গ করা হল।
2 comments:
কবিতায় তো শুধু একজনকেই পেলাম...
এই "তুমি" কি তানিয়া নামের মানুষটা?
উদাসী কবিতা... সুন্দর হইসে! :)
এইতো ঠিকই বুঝে ফেলেছ।
তোমার মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থেকো।
Post a Comment