Friday, October 1, 2010

নামহীন হাবিজাবি - ৬

সময়ের স্রোতে ভেসে
ব্যস্ত এই জীবন আমার
অখণ্ড অবসরে শুধু
তোমাকেই পেতে মন চায়
এতো কাছে তবু
একাকী সময় গুণি
প্রহরগুলো যেন
আরো দীর্ঘ মনেহয়
একাকী এই আমি
বসে রই নীরবে
তোমার অপেক্ষায় ...