সূর্যাস্তটাকে ধাওয়া করে চলেছি
সূর্যোদয়ের দেখা পাবো বলে
নিয়তিটাকে হন্যে হয়ে খুঁজছি
আশাটাকে ধার করতে পারবো বলে।
কল্পনাগুলো অদৃশ্য হয়ে
জবাবগুলো স্পষ্ট হয়ে উঠবে
স্বপ্নেরা সত্য হবার মতই
আবারো সূর্যাস্তটাকে ধাওয়া করে চলি
নতুন প্রশ্নের জবাব পাবো বলে
আশাভরা হৃদয়কে ধাওয়া করে চলি
সত্যের দেখা পাবো বলে।
--------------------------------
প্রথম প্রকাশঃ সচলায়তন, ২০০৮।
5 comments:
অনিন্দ্য সত্য।।।
কবি সাহেব যে!! দেখে প্রীত হইলাম!!
porte porte jeno hariye giyechilam kono ek dur ojanai...amar besh bhalo laglo tor kobita ta...
অজানায় হারানোর কি পাইলি তুই !
কবিতার মধ্যে তো বৃষ্টির কথা লিখিনাই।
লিখলে যে কি হতো তোর অবস্থা আল্লাহ মালুম!!
আমরা কোন লেখা বুঝতে না পারলে "হুম" বলে কমেন্ট করে একটা প্লাস রেটিং দিয়ে চলে আসতাম ;)) কিন্তু এখানে প্রথম কমেন্টটাতেই হুম বলতে ইচ্ছা করছে না । তাই সময় নিয়ে বোঝার চেষ্টা করছি .. :))
"আশাভরা হৃদয়কে ধাওয়া করে চলি" এটাই হয়তো বলতে চাওয়া !! :((
Post a Comment