Sunday, July 6, 2008

ছোট্ট তিনটি শব্দ

তোমার হাসি আমার প্রথম ভোর
স্পর্শ তোমার প্রথম শ্রাবণ ধারা
ছোট্টো কেবল তিনটি শব্দ দিয়ে
যায় কী বলো সবটা বলতে পারা?

সব হাসিতে সব খুশিতে তুমি
থাকছো পাশে, হাতের মাঝে হাত
কী যায় আসে আমার তবে, বলো?
আজ যদি হয় পৃথিবী বরবাদ?

কতো যে ভালো তোমায় বাসি আমি
আর কিছু কি আমার লাগে ভালো?
তুমি— আমার মনের সবটা জুড়ে
তোমায় ভালোবাসবো জনম ভরে।

6 comments:

বরফ পানি said...

ওই বেটা বেকুব, "ছোট্টো" বানান ঠিক কর!

toxoid_toxaemia said...

ঠিক করে দিলাম, তোকে অনেক ধন্যবাদ রে!!
আচ্ছা তুই আবার একটা ও-কার বেশি দিয়েছিস কেন ??

বৃষ্টি বিলাসিনি said...

আমার মনে হচ্ছে আগেরটা ভালো ছিল। তুই লাইন মিলিয়ে লিখতে গেলি কেন? একটা শব্দ ভালো লাগলনা। বরবাদ...বাকি শ্রাবন ধারা শব্দের সাথে মিলাতে গিয়ে হচকচিয়ে ফেললি। আমি অবশ্য কবিতার কি বুঝি। মনে যা আসলো তাই বল্লাম। বাকি অংশটুকু ভালো লেগেছে। তোর এক তরফা ভালবাসা সুখের এবন সাচ্ছন্দের হোক এই কামনায়।

বরফ পানি said...

ও-কার দিলাম, বেশি ছোট্টো বুঝানোর জন্য :P

btw আমার কিন্তু বরবাদ কথাটা বেশ পছন্দ হয়েছে। মানে হইলো, যতো বড়ো তোলপাড়ই হয়ে যাক না কেন, আই অ্যাম অলওয়েজ কুল!

toxoid_toxaemia said...

মিনা, তোর গঠনমূলক মন্তব্য পেয়ে খুশি হলাম। এই কবিতা এবার যেমন হয়েছে তেমনি থাক নাহয়, আর খোঁচাখুচি করতে ইচ্ছে করছেনা। ভালবাসা তো ভালবাসাই এক তরফা হলেই বা কি!!!


ভাগশেষ, তুই তো জানিস আসলে অতটা ছোট নয় শব্দটা তাই ও-কার আর ব্যবহার করিনাই! হু, ভালই বলেছিস- I'm alwayz cool!!!

Anonymous said...

আগে পড়া হয়নি... এত সুন্দর একটা কবিতা!
কবির কলম/কীবোর্ড এর প্রতি আমার আজন্ম অক্ষম ঈর্ষা।