ঘুমভাঙ্গা সকালের সূর্যোদয়ে তুমি আছো
যেন হেসে তুমি বলছো, "শুভ সকাল তোমাকে"।
সবুজ ঘাসের উপর জমে থাকা
ভোরের শিশির কণার চেয়েও দ্যুতিময়
তোমার হাসি যেন বলছে, "দিনটা ভাল কাটুক তোমার।"
কাঠফাটা রোদের ক্লান্ত দুপুরে
প্রত্যাশিত একটু ছায়ার চেয়েও
স্বস্তিকর তোমার হাতের স্পর্শ যেন
ভুলিয়ে দিচ্ছে সকল ক্লান্তি।
সমস্ত সুন্দরের মাঝে অনুভব করি তোমাকে
গত মুহূর্ত থেকেও আরো বেশি
দিনশেষে চাঁদের একফালি আলো হয়ে
যেন তুমি বলছো আমায়,
"শুভরাত্রি তোমায়, ঘুমিয়ে পড়ো এবার।
আমিতো আছিই তোমার পাশে, সবসময়।"
4 comments:
ওহে শ্যালক। কী খবর? অনেকদিন পর দেখা হল। সচলায়তন থেকে তোমার সন্ধান পেলাম।
আরে শাহাদাত ভাই! কেমন আছেন? চিনতে পেরেছেন আমাকে?
আর ওই টক্স বান্দর!! তোর নতুন কোনো লেখা দেখি না কেন??? :@
hmmmmmm ekhono ki khujte acho Faisu?
হায়রে প্রিয় দুলাভাই আমার,ইচ্ছা করে শ্যালককে ছেড়ে গেলে খবর পাবেন কিভাবে!!! যাই হোক আপনার পদধুলি পেয়ে খুশি হলাম।
Post a Comment