Saturday, May 24, 2008

এলিজিঃ তোমার জন্য ...

হাসছি তো হাসছিই
নিজের রসিকতায় নিজেই
ভেতরটায় কে যেন কাঁদছে
নিরন্তর জানান দিয়ে যাচ্ছে
তার অশুভ উপস্থিতি

বন্ধুরা মিলে মেতে আছি উল্লাসে
ভেতরে যে শুধুই হাহাকার
সাবধানে চেপে রাখি, তুমি কখনোই শুনতে পাবেনা তা

হাসছি আমি যখন দেখছি তোমায়
তুমিও হেসে উঠছো আমার চোখে রেখে চোখ
কিন্তু তোমার সে দৃষ্টি নেই, দেখতে পাও না আমার অন্তর
কীভাবে যে রক্তাক্ত হয় প্রতিনিয়ত

তবুও হেসে চলেছি
তোমাকে বিদায় দিতে হাত নাড়ছি সোল্লাসে!
ভেতরে আহত হৃদয়ের আর্তচিৎকার
রক্তাক্ত হয়ে চলেছে, প্রতিনিয়ত।

---------------------------------

প্রথম প্রকাশঃ সচলায়তন, ২০০৮।

2 comments:

Ranadipam Basu said...

প্রতিনিয়ত আমাদেরকে এমন রক্তাক্ত হতে হতেই এগিয়ে যেতে হয়। এটাই জীবন, এটাই নিয়তি। যদিও নিয়তি শব্দটির সাথে বিবাদ আমার বহুকালের।
ভালো লাগলো ব্লগে ঢুকে।
এবং ধন্যবাদ অতিথি হওয়ার জন্য। ভালো থাকুন সবসময়।

বৃষ্টি বিলাসিনি said...

tui hashte janish jantam na to.... :D