ভাঙ্গা আয়নার প্রতিবিম্ব আজ মুখোমুখি
বিকৃত সেই প্রতিবিম্ব চেয়ে থাকে
আয়নার ভাঙ্গা টুকরোগুলো থেকে।
বিস্ময়াহত হয়ে খুঁজছি
মিথ্যে এই প্রতিবিম্বের উৎসকে;
হয়তোবা নিজেকে হারিয়েই ফেলেছি
চুরমার হয়ে যাওয়া আয়নার মাঝে।
পিটপিট করে তাকানো
শতশত চোখের মাঝে
অবিশ্বাসের ছায়া দেখতে পাই,
পরীক্ষা করে দেখতে চাইছে
আয়নার অবশিষ্ট টুকরোগুলোর মতন।
রূপালী প্রলেপের পেছনে
লুকিয়ে থাকা গাঢ় বিষণ্নতা
বাঁকা হাসি হাসছে বিজয়ের উৎসবে।
মেঝেতে ছড়িয়ে থাকা অসংখ্য প্রতিবিম্ব
বন্দী করতে চাইছে আমাকে
ঐ ভাঙ্গা আয়নায় মাঝে।
12 comments:
টক্স... এটার মানে কি এরকম -
"এক মানুষে অনেক মুখোশ
অনুভূতির পসরা
কোনটা আসল যায়না বোঝা
অপূর্ণ সব খসড়া
সব মুখোশে দ্বন্দ্ব লাগে
মিশ যখন আর হয়না
আচড় লাগে নিষ্পাপ মুখে
ভেঙ্গে পড়ে রয় আয়না"
???
মন্তব্যের মধ্যেও আপনার কবিতা ভাইয়া !!!
কবিতা পড়ে কি বলব বুঝতে পারছিনা। আর আপনি সবসময় বিনয় দেখান যে কবিতা লিখতে পারিনা।
কথা কম, নিয়মিত কবিতা চাই !!!
bah! bhanga manush koto shundor kore bishleshon kore dilo...
toxi, besh bhalo laglo :D
তোর মন্তব্যের জন্য তোকে ধন্যবাদ দিলাম না।
এত ভাংগাভাংগি'র কথাবার্তা! বাউরেএএএ!
এই কবিতাটা আমার মতে এখন পর্যন্ত টক্সের সেরা লেখা। আচ্ছা গদ্য লেখোনা কেন?!?
দারুণ। নিজের লেখা?
জ্বি, মিস ডট ডট ডট; এটা আমার নিজের লেখা।
অন্যের লেখা চুরি করতে যাবো কেন ?
নুশু আপুনি, গদ্য লেখার কথা তুমি যতবার বলে যাও ততবারই আমি খুব লজ্জা পাই। গদ্য লেখা আমায় দিয়ে হবেনা বোধকরি।
না মানে, মাঝে মাঝে অন্যের লেখা ভালো লাগলে নিজের ব্লগে অনেকে পোস্ট করে তো। অবস্য সেটা হলে তো রেফারেন্স করতেন। আমারই ভুল।
আমি কি আপনাকে চিনি কোনোভাবে ??
বন্দী করতে চাইছে না করেছে? এই প্রশ্নের মীমাংসা হয়নি বলেই , সেই রহস্যেই কবিতাটি কবিতা হয়ে উঠলো।
মাল্যবান
http://malyaban.blogspot.com
Post a Comment