Saturday, October 18, 2008

বিক্ষিপ্ত অনুরণন

পুষ্পাকীর্ণ এই সমাধিক্ষেত্র
নিদারুণ মর্মপীড়া জাগায়
অন্তর্নিহিত শক্তি থেকে
অশ্রুগুলো বিস্মৃত হতে চায়।

গতানুগতিক কাজের মাঝে
হৃদয়ানুভূতি প্রকাশের অপৌনঃপুনিকতা,
অনাবশ্যক বিবেচিত অপ্রকাশিত কথামালা,
আলো-আঁধারির খেলা,
অশ্রুভেজা পাপড়িগুলো,
দৈব সম্ভাবনার অপব্যবহার,
অকুতোভয় পদচারণ এবং স্নেহার্দ্র দৃষ্টি,
উচ্চপ্রশংসা ও আক্ষেপের রহস্যময়তায়
হারিয়ে যাওয়া অব্যক্ত ভালবাসা,
কিংবা না পাঠানো শুভেচ্ছা বার্তায়
শুধু একটি নাম অনুরণিত হচ্ছে, বিক্ষিপ্তভাবে।


-----------------------------
প্রথম প্রকাশঃ সচলায়তন, ২০০৮।

6 comments:

ochena_pothik said...

এইটা কি রে বাপ!! দাঁতের ডাক্তারের এপয়েন্টমেন্ট নিয়া আসি, তারপর পরমুনে...

Ostader Ostad said...

ইসসসসসসসসস......
আফসোস! আফসোস!! আফসোস!!!

toxoid_toxaemia said...

অচেনা, তোর কি এপয়েন্টমেন্ট নেয়া এখনো শেষ হয়নাই ? মনেহয় ওরা বাচ্চা-পুলাপাইন মনে করে দেয়নাই তোকে।


ওস্তাদ ভাই কি নিয়ে আফসোস করতেছেন ?

~ মেঘের অনেক রং ~ said...

onek vhalo likhechis tui, tobe sheser dike pore monta kharap hoye gelo... :(
jaa pabar noy tobe keno miche tar ashay din guna.... bolte parish bhai?

Always different! said...

সামহোয়ারইনে আপনার নিকটা জানতে পারি? কবিতাটা আপনার মনের ভাব বেশ ভালই প্রকাশ করেছে! তবে একটু কঠোরভাবে, প্রথমপ্যারায় অনাবশ্যক ছন্দ না মিলালেও চলথ! ধন্যবাদ!

toxoid_toxaemia said...

আমিও প্রথমে ছন্দ মেলাতে চাচ্ছিলাম না পরে লেখার পর দেখি ছন্দ মিইলা গেসে। আমার কবিতায় আমি ছন্দ-ফন্দের ধার ধারিনা সাধারণত। সামহোয়ারিনে আমার নিক হচ্ছে "~টক্স~"।