Sunday, August 24, 2008

এই আমি একাকী !

আমি একাকী
বড় বেশী একাকী;
উপেক্ষিত,
আহত,
দলাপাকানো কাগজের মত
ছুঁড়ে ফেলা এককোণে।

আমি একাকী
চারপাশে কেউ নেই
নিরাপত্তা দেবার মতন,
দেখার কেউ নেই
আমার যন্ত্রণা।

চিৎকার করে উঠি হঠাৎ
তবে তাতে কোনও আশা নেই,
আমি খুব বেশী একা
এবং তা কেউ জানেনা।

22 comments:

Anonymous said...

দোয়া করি, খুব শিঘ্রী দুইজন হয়্যা যান... B-)B-)

toxoid_toxaemia said...

ক্যান ভাই ? একলাই তো বেশ আছি !

যাযাবর said...

সবাই একলা থাকলে এমন কবিতা লিখে।। তারপর দোকলা হলে নেক্সট কবিতা হবে - 'একলা ছিলাম/ভালো ছিলাম...' হায় নদীর এপাড় ওপাড়!
(হিহিহিহি)!

toxoid_toxaemia said...

আচ্ছা, তাই নাকি !!! আমার তো এ ব্যাপারে অভিজ্ঞতা নেই আপনার অভিজ্ঞ মানুষ ভালো বিশ্লেষণ করতে পারবেন। দীক্ষা দেন দোকলা জীবনের ব্যাপারে, আমরাও কিছু শিখি !

বৃষ্টি বিলাসিনি said...

thik boleche jajabor. ekla achis to tai tore bhute kilaiteche. dokla hole kobitar shur r shobdo change hoye jabe. tokhon kobitar title ki hobe bhebe dekh bole rakhlam. *warning*

kobita bhalo laglo...kobitar shobdo chitkar diye diye bolche ami pashe ekjon ke chai...je amar shorbo shunnota ke purno korbe...dua korchis shiggiri jeno tai hoi.

toxoid_toxaemia said...

তোর চোখ খারাপ হইছে দোস্ত, চশমা নে!!!
লেইখ্যা দিসি তো, চিৎকার করছি কিন্তু তাতে আশা নাই, দেখস নাই তুই ?

Anonymous said...

কোবতে তো ভালোই হচ্চে। তা এসব কোবতে কিন্তু বেশি ভালো লক্ষণ না ;)

toxoid_toxaemia said...

খারাপ কবিতার বদ নজর থেকে উদ্ধার করার ঔষধ তো তোমার জানাই আছে কয়েক পুড়ি নিতে হবে তাহলে তোমার থেকে!!!

Anonymous said...

hahaha
ekmot @jajabor..

toxoid_toxaemia said...

আপনিও ফারজানার সাথে তাল মিলিয়ে আমাকে পঁচানি দিচ্ছেন !!! ঠিক না, ঠিক না !!!

Anonymous said...

সবজান্তা তো মনে হচ্ছে ঠিকই বলেছে, টক্স ;)

toxoid_toxaemia said...

লক্ষণ বেশি খারাপ হয়ে গেলে সবজান্তা চিকিৎসা দিয়ে দেবে আশা রাখি। তবে পুরিয়া দেবার আগেই সবজান্তা নিখোঁজ।

shree said...

mone eto kashto keno bhai?esho mathaye ektu haat buliye diy.eka amra shobai ...bhirer majhe ..o tai na?

toxoid_toxaemia said...

আপনি পড়েছেন দেখে খুবি খুশি হলাম দিদি।
আর ছোটভাই হিসেবে আদর করে দেবার জন্য কৃতজ্ঞতা। সত্যি ভাল লাগছে।

মৃন্ময় আহমেদ said...

একাকীত্বের প্রেম যে কতো মহান, তা জানলে পরম আনন্দে থাকা যায়। একা থাকলেই তো সব্বাইকে ভালোবাসা যায়.. সবকিছু.. কোনো পিছুটান ডাকে না.. কতো অজানারে ভালোবেসে একাকী লিখে যাওয়া নিজের তরে..

toxoid_toxaemia said...

মন্তব্যের কথাগুলো ভেতরে গেঁথে গিয়েছে ভাইয়া,
এখনো ভাবছি এটার প্রত্যেকটি শব্দ নিয়ে।

বৃষ্টি বিলাসিনি said...

shobai ek mot houar por o bolchis thik na thik na?

Always Different said...

শুরুতেই একাকী বইলা যেই টান দিছেন, আমি মনে করছিলাম এইটা কাউয়া হাসানের একাকি গান!!!!! ;-)

মিনার লগে একমত! মৃন্ময় হাচা কথায় কইছে!

toxoid_toxaemia said...

মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাকে কি চিনি আমি কোথাও থেকে ?

Always Different said...

পৃথিবীটা গোল এবং ছোট! সেই হিসেবে আমারে চিনতেই পারেন! :D

toxoid_toxaemia said...

হুম্‌, সামহোয়ারিনে আপনার ঠিকানাটা পেলাম। ভালই হল।

Always Different! said...

পেঁচগিটা তো মনে হয় বাধাইলেন!!!! সামহোয়ারে আমার ঠিকানা পাইলেন কেমনে???? :(
কারো সাহায্য নিছিলেন মনে হয়???? ;-)