Sunday, August 10, 2008

অর্ধস্ফুট গোলাপের জন্য

প্রস্ফুটিত গোলাপ মনে করিয়ে দেয়
তোমার কথা
যার রঙ সবে দেখা দিয়েছে
মৃদুমন্দ বায়ুতে সুগন্ধির আভাস
যার সকল কিশলয় অর্ধফোটা।

আগামীর উৎকর্ষ তোমার পথে পথে
জ্বালাবে ভালবাসার দীপশিখা,
বিচরণ হবে তোমার ঐ মহাকাশে
সমুদ্রের প্রান্তে-প্রান্তরে
ভালবাসার স্রোতে ভেসে।

সাত রাজার গুপ্তধন খুঁজে বের করার মত
আবিষ্কার করছি তোমাকে
তোমার সৌন্দর্য অপরিমেয়
তুমি হে অর্ধস্ফুট গোলাপ কন্যা।


----------------------
১১ই আগস্ট, ২০০৮।

13 comments:

বৃষ্টি বিলাসিনি said...

chomotkar likhechis. amar khub bhalo laglo. shobdho gulo jeno kete kete boshiye dili. ei shotti kore bolti kotokhon laglo tor ei kobita likhte. ebon ki theke inspired hoichili. :D

toxoid_toxaemia said...

এই কবিতাটা লিখতে লেগেছে ১০ মিনিটের একটু বেশি মনেহয়। শেষের প্যারাটা খুব জ্বালিয়েছে।

বৃষ্টি বিলাসিনি said...

matro 10 min eto bhalo likhli. bah!! kotto talented tui. khash ami jodi hoitam orokom...

toxoid_toxaemia said...

হ্‌, ট্যালেন্টেড না মাথা; এই জন্যেই তো পরীক্ষায় খালি বড় বড় লাড্ডু খাই !! তোর শেষের লাইনটা পড়ে মজা লাগছে। বাংলা-হিন্দি মেশানো।

shree said...

bah bah khub bhalo lekha hoyechhey.aro likhun apekkhaye achhi

মৃন্ময় আহমেদ said...

কী জানি বলতে চেয়েছিলাম ভুলে গেছি..
শুধু ভুলে যাওয়ার রেশটুকু রেখে গেলুম।।

নজমুল আলবাব said...

আমিওতো গুপ্তধন আবিস্কারের একটা ভাব পেলাম এই ব্লগ পেয়ে। দারুন।

নিঝুম said...

গোলাপকন্যাটা পরিপূর্ণ পরিষ্ফুটিত হোক ;-)

ochena_pothik said...

hahaha

একমত @ বিবেক।

toxoid_toxaemia said...

নজমুল ভাই আপনার মতন এত্তো ভাল লেখকের কাছে থেকে এমন মন্তব্য পেলে খুব লজ্জা লাগে সত্যি সত্যি।

বিবেক, গোলাপকন্যা এখনো অনেক পিচ্চি,বড় হইতে সময় লাগবে।

অচেনা আফা, নতুন কিছু লিখছেন না কেন ? আপনি পড়েছেন জেনে ভাল লাগল ।

Anonymous said...

পড়লাম।
সুন্দর।
দ্বিতীয় প্যারাটা অন্য প্যারাদুটোর চেয়ে আলাদা মনে হল।
ইয়ে, বিশেষ কারো জন্মদিন ছিল বুঝি?

toxoid_toxaemia said...

আমার বেশিরভাগ কবিতাগুলোতেই দেখবে যে দ্বিতীয় প্যারায় এসে আমার খেই হারিয়ে ফেলার মতন অবস্থা হয়।হাঃ হাঃ হাঃ।
আর না আপুনি, বিশেষ কারো জন্মদিন ছিলনা। এদ্দিন পর তোমাকে দেখে ভাল লাগল। ব্যস্ত ছিলে নাকি খুব বেশি ?

বৃষ্টি বিলাসিনি said...

ekhono futeche ki puropuri?