দেখতে পাই ভালবাসার কোমলতায়
আর অগাধ যত্নে ভরা
তোমার দু'টো চোখ;
ওই দু'টো ঠোঁটের স্পর্শে
দেহে বয়ে যাওয়া শিহরণ
কামনা করতে থাকা দীর্ঘস্থায়িত্ব
আমার আকুল মন;
তোমাকে ছুঁলেই অনুভব করি
তোমার তীব্র অনুরাগ
একান্তই আমার প্রতি;
যখন তোমায় জড়িয়ে ধরি
পরম যত্নে বুঁজে আসে চোখ
কামনা করতে থাকি এই
পরম অনুভূতির দীর্ঘস্থায়িত্ব;
যখন যা কিছু করো
শুধুই আমার জন্য
আমি জানি সেগুলোর
হয়তোবা অন্তঃর্নিহিত
কোনও অর্থ রয়েছে ...
এবং সেগুলো শুধুই
একান্তই আমার জন্য।
তুমি আমার জন্য
একান্ত আপনজন
শুধুই আমার জন্য
ঠিক সেভাবে
আমি তোমার ...
শুধুই তোমার জন্য
সবসময়, চিরদিনের ।
2 comments:
Ordered jothil hoiche kobi.... Ekebare dekhte pacchi tani ke
সর্বনাশ,
এই কথাটি প্রথমে মনে পড়লো তোমার পদ্যটি অধিগত করে।
Post a Comment