রক্তিম ভালবাসা
বেদনায় নীল
যদি তুমি জানতে
কতোটা ভাবছি তোমায়
বসে একেলা …
রাতের আকাশের তারাগুলো
যেমন উজ্জ্বলতা দিচ্ছে
তার চেয়েও অনেক উজ্জ্বল
তোমার অস্তিত্ব
আমার জীবনে।
অপরিসীম ভালবাসায়
তলিয়ে যাচ্ছি প্রতিনিয়ত
গভীরতা জানা নেই
শুধু চাই তোমাকে।
খুশির উজ্জ্বলতায় যখন
তুমি প্রজ্জ্বলিত হও
মোহাবিষ্ট হয়ে রই
শুধু তোমাকে দেখার জন্যে
হৃদস্পন্দনও যেন হঠাৎ
থমকে যায়।
যখন কানে বেজে ওঠে
তোমার সুমধুর কন্ঠ
সব বেদনার নীলগুলো
ফ্যাকাশে হয়ে যেতে থাকে
মুহুর্তেই
আরো একবার
আরো একবার করে
বার বার ভালবাসতে চাই
শুধু তোমাকে।
1 comment:
hmmmmm darun hoyeche.... tor moner kotha gulo kobitar line hoye gelo...:)
Post a Comment