Thursday, August 12, 2010

মন ভাল নেই ...

রৌদ্রজ্জ্বল দিন
পাখির কলতান
মৃদু বাতাস
একাকী আমি
বসে ভাবছি
তোমার কথা
মন ভাল নেই ...

ভেতরে শুধুই
আলো-আঁধারের লুকোচুরি
ঝড়টি এসে এলোমেলো
করে দিয়ে গেল
এতো কাছে তবু
অদ্ভূত এই দেয়াল ...

নিথর দেহ
মনের আঙ্গিনায়
সন্ধ্যে নেমে আসছে
মন ভাল নেই
মন ভাল নেই।

----------------------
কবিতাটি তানিয়াকে উৎসর্গ করা হল।