Sunday, September 21, 2008

তোমায় পড়ে মনে

তোমায় মনে পড়ছে
সূর্যাস্ত থেকে সূর্যোদয়
পাখির অবিরাম কলরব,
রাস্তার কুকুরের চিৎকার
একটু পানির জন্য হাহাকার;
রিমঝিম নূপুরের নিক্কন
টুপটাপ বৃষ্টির গুঞ্জন
সাগরের প্রচণ্ড গর্জন
আষাঢ়ের প্রবল বর্ষণ;
ব্যস্ত শহরের কোলাহল
আশা-শঙ্কার দোলাচল;
ক্ষুধার্ত মানুষের চিৎকার
ধনীর অট্টালিকার মর্মর;
তবুও তোমায় পড়ে মনে
নিরন্তর, সারাবেলা।
------------------------------
প্রথম প্রকাশঃ সচলায়তন,২০০৮।

13 comments:

বৃষ্টি বিলাসিনি said...

kake kake?? bolo bolo tel tel?

toxoid_toxaemia said...

পড়লি তাহলে তুই !
ভাল লাগল।

Anonymous said...

কোবতে পড়ার পর অতি অবধারিতভাবে যে প্রশ্নটা চলে আসে, সেই প্রশ্নটা এড়িয়ে যাওয়া হচ্ছে! হুম্মম্মম্মম্ম।

এইসব কিসের নমুনা হে টক্স?

টক্সিক এসিড কি এবার ডাইলিউট হইতাসে নাকি?

আহহারেএএ...।।

toxoid_toxaemia said...

কবি কি ভেবে কোবতে লিখেছেন সেটা মূখ্য নয়। কবিতাটা পাঠকের মনে কিভাবে দাগ কাটতে পেরেছে সেটাই মূখ্য হওয়া উচিত বলে আমি মনে করি। তুমি এক কাজ করতে পারো মুনা, ঐ মনে পড়া মানুষটার জায়গায় যদি নিজেকে বসাতে ভাল লাগে তাহলে বসিয়ে কল্পনা করে নিও। তোমার কল্পনার মধ্যেই সার্থকতা পাক আমার কবিতা !
তোমার জিজ্ঞাসার উত্তর কি ঠিকমত দিতে পারলাম হে তরুণী ???

যাযাবর said...

বাবাহ! কোবতে কী পড়বো টক্স ভাই, আমিতো আপনার আর মিনা'পুর কাব্যসংক্রান্ত মন্তব্য যুদ্ধ দেখেই 'কাইত'!! ;)

toxoid_toxaemia said...

মিনার সাথে যুদ্ধ করলাম কই ? প্যাঁচ তো লাগাইলো মুনা নামের অচেনা চেমড়িটা !! হেঃ হেঃ হেঃ।

বৃষ্টি বিলাসিনি said...

tokx ajkal bisher jatona shoite parchena tai ta katai katai tulche tar kobitar okkhore.

Anonymous said...

Ami kichu porinai..:D

মৃন্ময় আহমেদ said...

ফিডব্যাক-এর গানটার কথা মনে পড়লো... মনে পড়ে তোমায়

toxoid_toxaemia said...

ফিডব্যাকের গানগুলো ভালই লাগতো। এটা যে কোন গান ঠিক মনে করতে পারছিনে।

মৃন্ময়দার মতন এত্তোবড় লেখককে দেখে খুশির চোটে সবগুলো দাঁত বের হয়ে গেল।

toxoid_toxaemia said...

ট্রোজান ওয়ারিওর-টা যে কে তা ঠিক বুঝে উঠতে পারছিনা।

তুমি কে ভাই ???

Anonymous said...

ভাই??!!...warrior এর আবার লিঙ্গ আছে নাকি!
Mmmm...তাইলে ধরে নেন ICL-এ Dhaka Warriors-এর ছোট ভাই। চিন্তায় পড়ে গেলেন নাকি? কবিতা গুলো ইন্টারেস্টিং... চালিয়ে যান। আমিও অনুমতি ছাড়া কমেন্ট করে যাবো...ঃ)

~ মেঘের অনেক রং ~ said...

eto shohoj shobdo diye lekha kobita tor kach theke amra er age are paini bolei amar dharona...
chomotkar lekha, shohoj shundor shobdo diye shundor kotha mala. :)