Saturday, September 6, 2008

মায়াবী মুহূর্তগুলো

জ্যোৎস্নালোকিত রাতে
চমৎকার মুহূর্তগুলো আসে
যখন কোনও অপ্সরা
চুমু দিয়ে যায় কপোলে;

শুধু একটি চমৎকার মুহূর্তকেই
আঁকড়ে ধরে থাকি
যেন অন্যসব মুহূর্তগুলো আসেইনি।

বসন্তের বাতাসে ফুলের সৌ্রভ,
দীর্ঘস্থায়ী ভালবাসার পরশ,
সেকি আরো মায়াবী নয় ?

যেসব মুহূর্তগুলো
মায়াবী পরশ বুলিয়ে
নিভে আসা ভালবাসার
প্রদীপকে পুনরুদ্দীপ্ত করে,
তা যেন আমাদের
দৃঢ়প্রত্যয়ের শিক্ষা দেয়।

11 comments:

Anonymous said...

কি ব্যাপার?
ঘটনা কি????
হুম্মম্মম্মম্মম্ম!!

toxoid_toxaemia said...

কিসের কথা জিজ্ঞেস করছেন অচেনা ?
হুম্‌ ???

bumblebee said...

n I enjoyed your poems as well......:)

Anonymous said...

খুব ভাল লেগেছে কবিতা; তবে টক্সি, শেষ দু'টো লাইন আরেকটু মায়াময় হতে পারতো বোধহয়...

toxoid_toxaemia said...

হুম, ওই শেষ দু'লাইনে এসে একটু খেই হারিয়ে ফেলেছি মনে হয়েছে তাইনা ? খানিকটা ইচ্ছে করেই করেছি, প্রথমে ভাবছিলাম মায়াবী দু'টো লাইন দিয়েই শেষ করবো কিন্তু পরক্ষণে ভাবলাম উল্টোটা করে দেখি কি হয়। কারন ওসব অনুভূতি কিন্তু আসলে আমাদের শক্ত হবারও শিক্ষা দিয়ে থাকে। ভুল বললাম কি ???

যাযাবর said...

হুমমম।

toxoid_toxaemia said...

খালি হুম্‌ কইয়া কি বুঝাইলেন ফাওজানা আফা ???

মৃন্ময় আহমেদ said...

মুহূর্তগুলো আঁকড়ে ধরে, আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়ে আপন নরকে বেঁচে থাকা..

toxoid_toxaemia said...

আপনাদের মতন লেখকদের মন্তব্য পড়লে খুব ভাল লাগে মৃন্ময়দা,
দারুন বলেছেন কিন্তু !!!

বৃষ্টি বিলাসিনি said...

muhurto...abaro bhalo laglo pore...

~ মেঘের অনেক রং ~ said...

Tor ei lekhata amar kache vhisonnn vhalo legeche.... bishes kore prothom duto pera chomotkar...:)