Wednesday, May 25, 2011

শিরোনামহীন হাবিজাবি - ৯

তোমার চোখে চোখ রাখলে
দেখতে পাই ভালবাসার কোমলতায়
আর অগাধ যত্নে ভরা
তোমার দু'টো চোখ;

ওই দু'টো ঠোঁটের স্পর্শে
দেহে বয়ে যাওয়া শিহরণ
কামনা করতে থাকা দীর্ঘস্থায়িত্ব
আমার আকুল মন;

তোমাকে ছুঁলেই অনুভব করি
তোমার তীব্র অনুরাগ
একান্তই আমার প্রতি;

যখন তোমায় জড়িয়ে ধরি
পরম যত্নে বুঁজে আসে চোখ
কামনা করতে থাকি এই
পরম অনুভূতির দীর্ঘস্থায়িত্ব;

যখন যা কিছু করো
শুধুই আমার জন্য
আমি জানি সেগুলোর
হয়তোবা অন্তঃর্নিহিত
কোনও অর্থ রয়েছে ...
এবং সেগুলো শুধুই
একান্তই আমার জন্য।

তুমি আমার জন্য
একান্ত আপনজন
শুধুই আমার জন্য
ঠিক সেভাবে
আমি তোমার ...
শুধুই তোমার জন্য
সবসময়, চিরদিনের ।

Wednesday, April 6, 2011

শিরোনামহীন হাবিজাবি - ৮

কুঁকড়ে যাচ্ছি ...
ব্যথায় নাকি শীতে ?
ঠিক বোঝা যাচ্ছেনা
শীতে নাকি ব্যথায় ?
হয়তোবা দুটোই
নাকি ব্যথা
নাকি শীত ?
শুধু জানি
কুঁকড়ে যাচ্ছি ...

Wednesday, January 19, 2011

শিরোনামহীন হাবিজাবি - ৭

রক্তিম ভালবাসা

বেদনায় নীল

যদি তুমি জানতে

কতোটা ভাবছি তোমায়

বসে একেলা …


রাতের আকাশের তারাগুলো

যেমন উজ্জ্বলতা দিচ্ছে

তার চেয়েও অনেক উজ্জ্বল

তোমার অস্তিত্ব

আমার জীবনে।


অপরিসীম ভালবাসায়

তলিয়ে যাচ্ছি প্রতিনিয়ত

গভীরতা জানা নেই

শুধু চাই তোমাকে।


খুশির উজ্জ্বলতায় যখন

তুমি প্রজ্জ্বলিত হও

মোহাবিষ্ট হয়ে রই

শুধু তোমাকে দেখার জন্যে

হৃদস্পন্দনও যেন হঠাৎ

থমকে যায়।


যখন কানে বেজে ওঠে

তোমার সুমধুর কন্ঠ

সব বেদনার নীলগুলো

ফ্যাকাশে হয়ে যেতে থাকে

মুহুর্তেই

আরো একবার

আরো একবার করে

বার বার ভালবাসতে চাই

শুধু তোমাকে।