Thursday, April 24, 2008
Monday, April 14, 2008
সাহচর্য
দু'চোখ বুজলে যেন
তোমার অবয়ব দেখি
তোমার চোখে যেন
সারা বিশ্ব দেখি,
তুমিই যে সমগ্র বিশ্ব আমার।
জানিনা কখন তুমি
এসেছো এতোটা কাছে
করেছো এতোটা আপন আমায়
এমন কোনো কালিতে লেখা হয়ে গেছে তোমার নাম
যা কখনোই মুছে যাবেনা
মুছে দেওয়া যাবেনা।
প্রতিটি মুহুর্তে যেন
অনুভব করছি তোমায়
সব দূরত্বই যেন নগণ্য আমাদের মাঝে
তুমি আছো আমার পাশে
নীরবে বলছো আমায়
পারবো সব বাধা ডিঙ্গাতে
কারণ, তুমি যে আছো আমার পাশে।
toxoid_toxaemia
15th April 2008
12.38am
---------------------------------------
প্রথম প্রকাশঃ রংগন(বৈশাখের দ্বিতীয় অন্তর্জাল পত্রিকা), ২০০৮।
তোমার অবয়ব দেখি
তোমার চোখে যেন
সারা বিশ্ব দেখি,
তুমিই যে সমগ্র বিশ্ব আমার।
জানিনা কখন তুমি
এসেছো এতোটা কাছে
করেছো এতোটা আপন আমায়
এমন কোনো কালিতে লেখা হয়ে গেছে তোমার নাম
যা কখনোই মুছে যাবেনা
মুছে দেওয়া যাবেনা।
প্রতিটি মুহুর্তে যেন
অনুভব করছি তোমায়
সব দূরত্বই যেন নগণ্য আমাদের মাঝে
তুমি আছো আমার পাশে
নীরবে বলছো আমায়
পারবো সব বাধা ডিঙ্গাতে
কারণ, তুমি যে আছো আমার পাশে।
toxoid_toxaemia
15th April 2008
12.38am
---------------------------------------
প্রথম প্রকাশঃ রংগন(বৈশাখের দ্বিতীয় অন্তর্জাল পত্রিকা), ২০০৮।
Subscribe to:
Posts (Atom)