Sunday, December 13, 2009

হাসিতে যে তোর ...

আমি বিমোহিত হই
হারিয়ে যাই কোথাও
প্রশান্তির অনুভূতি শুধুই
মাদকতাও আসে কিছুটা
হাসিতে যে তোর মুক্ত ঝরে …

অবাক হয়ে দেখি
তোর উচ্ছ্বলতা
লোভী চোখে তাকিয়ে রই
কান পেতে থাকি
শুনবো তোর হাসির নিক্কন
হাসিতে যে তোর মুক্ত ঝরে …

হাসিমুখে দেবো বিসর্জন
তবুও তোর হাসি যেন থাকে অটুট
হাসবি প্রাণখুলে, সবসময়।
হাসিতে যে তোর মুক্ত ঝরে …